পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই আমির

Mohammad Amir
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের বিশ্বকাপ দলে রাখা হয়নি পেসার মোহাম্মদ আমিরকে। বিশ্বকাপ দলে জায়গা পাননি পেসার উসমান শেনওয়ারিও। তবে ফিটনেস ঠিক থাকার সাপেক্ষে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হফিজকে রাখা হয়েছে দলে।

শেনওয়ারি অবশ্য বিশ্বকাপ দলে না থাকলেও দলের সঙ্গেই যাবেন ইংল্যান্ডে। বিশ্বকাপের আগে স্বাগতিকদের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আছেন তিনি।

আমির না থাকলেও দলে জায়গা পেয়ে গেছেন আরেক অভিজ্ঞ পেসার জুনায়েদ খান। প্রত্যাশা অনুযায়ী পেস আক্রমণে আছেন হাসান আলি, শাহিন আফ্রিদি। পেস আক্রমণে সবচেয়ে আনকোরা মোহাম্মদ হাসনাইন। মাত্র ৩ ওয়ানডে খেলা ১৯ বছর বয়েসী ডানহাতি পেসারকে দলে রাখা হয়েছে তার গতির কারণে।

বেশ কয়েকদিন থেকে দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন আমির। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডে খরুচে বল করেছিলেন। এরপর আর বাকি ম্যাচগুলোতে তাকে রাখা হয়নি। তবে ইংল্যান্ডের মাঠে তার পারফরম্যান্স বরাবরই দারুণ। সে বিবেচনায় আলোচনায় ছিলেন তিনি।

৩১ মে উইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেস সাপেক্ষে), সরফরাজ আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেল।

Comments

The Daily Star  | English
government action against rising crime

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

57m ago