সাভারে ইয়াবাসহ সিআইডি কনস্টেবল আটক
রাজধানী ঢাকার অদূরে সাভার থেকে ৯৯০টি ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কনস্টেবল ও অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আটক হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার উত্তরা জোনের সিআইডি কনস্টেবল তাইজুদ্দীন এবং তার সহযোগী মফিজ মিয়া।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাভারের চাঁনগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় তাইজুদ্দীন ও মফিজকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৯৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাইজুদ্দীন স্বীকার করেছে যে, তারা ওই এলাকায় ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়েছিলেন।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments