নুসরাত হত্যা: সোনাগাজী উপজেলা আ. লীগ সভাপতি আটক

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ruhul amin
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। ছবি: সংগৃহীত

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ফেনীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, আজ (১৯ এপ্রিল) সন্ধ্যায় রুহুল আমিনকে আটক করা হয়েছে।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা পরিচালনা কমিটিরও সহসভাপতি ছিলেন।

নুসরাত হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুহুল আমিনের নাম উঠে আসে।

এই মামলায় অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় যে নুসরাতের গায়ে আগুন দেওয়ার পর সে রুহুল আমিনকে ফোন করেছিলো এবং রুহুল আমি সেসময় তাকে চলে যাওয়ার পরামর্শ দেয়।

উল্লেখ্য, অধ্যক্ষের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বোরকা পরিহিত দুর্বৃত্তরা।

নুসরাত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago