নুসরাত হত্যা: ‘অবৈধ লেনদেনের প্রমাণ মিললে অর্থ জালিয়াতির মামলা করা হবে’
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় কোনো অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ (২০ এপ্রিল) সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, “বেশ কিছু সংবাদমাধ্যম এবং তদন্ত সংস্থার মাধ্যমে সিআইডি জানতে পেরেছে যে, এই হত্যার ঘটনায় অবৈধ অর্থের লেনদেন হয়েছে।”
ঘটনাটি খতিয়ে দেখতে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে এবং নিজস্বভাবে তদন্ত করবে বলেও জানান তিনি।
মোল্লা নজরুল ইসলাম বলেন, “এসব অভিযোগ সত্যি হলে, এ ঘটনায় জড়িতদের সবার বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দায়ের করা হবে।”
বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নুসরাত হত্যার ঘটনাটি তদন্ত করছে।
উল্লেখ্য, অধ্যক্ষের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বোরকা পরিহিত দুর্বৃত্তরা।
নুসরাত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
Comments