নুসরাত হত্যায় ব্যবহৃত বোরকা উদ্ধার
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার সময় এই মামলার অন্যতম আসামী জুবায়ের আহম্মদ যে বোরকাটি পরে ছিলেন সেটি আজ সোনাগাজীর একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।
জুবায়েরকে গত ১০ এপ্রিল পুলিশ গ্রেপ্তার করে। সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শনিবার দুপুরে তাঁকে সোনাগাজী নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে সোনাগাজী কলেজের দক্ষিণ পূর্ব পাশে ডাঙ্গি খাল থেকে বোরকাটি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন, ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন দিয়ে পালানোর সময় জুবায়ের বোরকাটি খালে ফেলে দেয়।
এই মামলার অন্যতম আসামী, কামরুন নাহার মনি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার আগে সোনাগাজীর একটি দোকান থেকে তিনটি বোরকা কিনেছিলেন। গত ১৭ এপ্রিল ফেনীর মহিপাল এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন মনি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেদিনই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Comments