শাওনের ঘোর লাগা নতুন গান
অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন এর নতুন মৌলিক গান ‘ইলশে গুঁড়ি’ প্রকাশিত হবে। গানটি লিখেছেন জুলফিকার রাসেল। নচিকেতার সুরে গানটির সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলী।
কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আগামীকাল (২২ এপ্রিল) মুক্তি পাচ্ছে গানটির মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ।
শাওন দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “এটা একটা ঘোর লাগা গান। এটা একটা মায়া ভরা গান। এতে প্রকৃতিতে ফিরে যাবার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি করা হয়েছে।”
ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, ২২ এপ্রিল তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘ইলশে গুঁড়ি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
Comments