সিরিজ হামলার পর শ্রীলঙ্কায় কারফিউ
একাধিক চার্চ ও বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। দেশটির জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী রুয়ান ইউজেওয়ার্ডেন এক ঘোষণায় বলেছেন, কারফিউ জারির এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বলবত হয়েছে।
তবে কতদিন কারফিউ থাকবে তা সুনির্দিষ্ট করে ঘোষণা না করে কলম্বোতে সাংবাদিকদের তিনি শুধু বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা চলবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শ্রীলঙ্কায় আজ রোববার সকালে তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২৭ জন বিদেশি নাগরিক।
প্রায় ১০ বছর আগে তামিল টাইগারদের সঙ্গে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে আজকের হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে গণ্য করা হচ্ছে।
পুলিশ জানায়, পবিত্র ইস্টার সানডের দিনে শুধুমাত্র কলম্বোর সেন্ট সেবাস্তিয়ান গির্জায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। অন্যদিকে পূর্ব প্রদেশের বাত্তিকালোয়ায় একটি গির্জায় ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এছাড়াও, শাংগ্রি-লা কলম্বো, কিংসবারি হোটেল এবং সিনামন গ্র্যান্ড কলম্বো নামের তিনটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ হয়েছে। তবে সেখানে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়া আটকাতে এরই মধ্যে ফেসবুক ও হোয়াটস অ্যাপের মতো মেসেজিং সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
Comments