৫০ টাকায় দেখা যাবে বঙ্গমাতা গোল্ডকাপ
সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা। গত কয়েক বছরে ফুটবলে সাফল্যগুলো এসেছে মেয়েদের হাট ধরেই। একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন। বিশাল বিশাল জয়। এবার সেই মেয়েরা নামছে ঘরের মাঠে। প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে বাংলাদেশে। ধারাবাহিক সাফল্য পাওয়া দলটি এবার বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে এবার দারুণ কিছু করতে চায়। আর তাদের এ ম্যাচগুলো মাঠে বসে দেখতে খরচ হবে মাত্র ৫০ টাকা।
সোমবার (২২ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান ও লাওস। দুই গ্রুপে ভাগ হয়ে শুরু এই টুর্নামেন্টের ফাইনাল ৩ মে। এ-গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। প্রথম দিনে মাঠে নামছে স্বাগতিকরা। প্রতিপক্ষ আরব আমিরাত।
মাঠের লড়াইয়ে নামার আগে রোববার সংবাদ সম্মেলনে টিকেটের মূল্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও এ টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। পাশাপাশি প্রাইজ-মানিও ঘোষণা করছেন বাফুফে সহ-সভাপতি, 'আগামীকাল টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ৩ মে পর্যন্ত। মাঠের খেলা দর্শক উপভোগ করবে স্বল্প মূল্যেই। সাধারণ গ্যালারির টিকেট মূল্য ৫০ টাকা। তবে ভিআইপি গ্যালারির টিকেট মূল্য ২০০ টাকা। প্রতিদিন খেলা হবে ৬টা থেকে। আর চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার ডলার ও রানার্সআপ দলকে ১৫ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।'
টুর্নামেন্টটি দুটি বেসরকারি টিভি চ্যানেল আর টিভি ও নাগরিক টিভির পাশাপাশি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে করবে বলেও জানান মুর্শিদি। ফলে বিশ্বের ৮০ টিরও বেশি দেশের দর্শকরা উপভোগ করতে পারবেন এ টুর্নামেন্ট। এছাড়া রেডিও ফুর্তি সরাসরি ধারাবিবরণী সম্প্রচার করবে। তবে মেয়েদের উতসাহ দিতে মাঠে বসে খেলা দেখার অনুরোধ করেছেন বাফুফে সহ-সভাপতি।
Comments