শ্রীলঙ্কায় ২৪ সন্দেহভাজন আটক

দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার গির্জা ও বিলাসবহুল হোটেলে গতকালকে বোমা হামলার পর দেশটির পুলিশ সন্দেহভাজন হিসেবে ২৪ জনকে আটক করেছে।
Sri Lanka arrest
২২ এপ্রিল ২০১৯, শ্রীলঙ্কার সেন্ট সেবাস্তিয়ান গির্জায় হামলার পর ঘটনাস্থলে পুলিশ। ছবি: রয়টার্স

দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার গির্জা ও বিলাসবহুল হোটেলে গতকালকে বোমা হামলার পর দেশটির পুলিশ সন্দেহভাজন হিসেবে ২৪ জনকে আটক করেছে।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো আজ (২২ এপ্রিল) জানায়, সন্দেহভাজনদের সিআইডির হেফাজতে রাখা হয়েছে এবং তাদের জেরা করা হচ্ছে।

পুলিশের মিডিয়া মুখপাত্র সুপারেনটেনডেন্ট রুভান গুনাসেকারা বলেন, গতকালকের সিরিজ হামলায় অন্তত ২৯০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন বিদেশি। এছাড়াও, আহত হয়েছেন ৫০০ জনের বেশি।

তিনি আরও জানান, ০১১২৩২২৪৮৫ নম্বরে ফোন দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবং ০১১২৩২৩০ নম্বরে ফোন দিয়ে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে তথ্য জানা যাবে।

এছাড়াও, যারা শ্রীলঙ্কা ছাড়ছেন তারা ১১৬ নম্বরে ফোন দিয়ে তথ্য জানতে পারবেন বলে জানান পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

আরও পড়ুন:

শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ২৯০

‘কলম্বো বিমানবন্দরে পাওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে’

‘অনেক বাচ্চা মাটিতে পড়ে ছিলো’

শ্রীলঙ্কার যেসব স্থানে বোমা হামলা হয়েছে

Comments