জুড়ীতে প্রথম আলো’র প্রতিনিধির ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলো’র মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রতিনিধি কল্যাণ প্রসূনের (৩৭) ওপর দুর্বৃত্তরা হামলার প্রতিবাদে আজ (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এর আগে, গতকাল পূজা উদযাপন পরিষদের কুলাউড়া উপজেলা কমিটি পৌর শহরে মানববন্ধন করে।
গত শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলা সদরের শিশুপার্ক সংলগ্ন সড়ক সেতুর ওপর হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে পরদিন জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডি’র সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে কল্যাণ প্রসূন সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে দেখতে একটি মোটরসাইকেলে করে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার থেকে জাঙ্গিরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন। শিশুপার্ক সংলগ্ন সেতুতে উঠার পরপরই আগে থেকে ওত পেতে থাকা পাঁচজন দুর্বৃত্ত কল্যাণের প্রাণনাশের উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
দুর্বৃত্তদের চারজন মুখোশধারী ও একজন মুখোশহীন ছিলেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে কল্যাণ প্রসূনসহ মোটরসাইকেলের চালক উত্তর ভবানীপুর এলাকার একটি দোকানের ভেতর আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানে গিয়েও কল্যাণকে ডাকাডাকি করে। পরে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ভবানীগঞ্জ বাজারের দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে ওই দিন রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বণিক ও জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান। আহত অবস্থায় রাতেই কল্যাণকে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কল্যাণ প্রসূন জানান, তার সঙ্গে কারও পূর্ব বিরোধ নেই। ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে পড়েন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, “জিডি হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আটকের চেষ্টা চলছে।”
গতকাল সকালে কুলাউড়া পৌর শহরের রেলস্টেশন চৌমোহনা চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এ সময় পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সভাপতি অরবিন্দু ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি রজত কান্তি ভট্টাচার্য, জাসদের উপজেলা শাখার সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি অশোক কুমার ধর, সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী বিশ্বজিৎ দাস, কবি ভানু পুরকায়স্থ, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলাম, ভুকশিমইল নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বীরেন্দ্র কান্ত দাস, টিএসএস কুলাউড়া শাখার যুগ্ম আহবায়ক রিপন মল্লিক প্রমুখ।
Comments