১১ দফা দাবিতে রানা প্লাজা শ্রমিকের অনশন

ভুক্তভোগীদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দিনের অনশন পালন করছেন সাভারের রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক শ্রমিক।
mahmudul hasan hridoy
সাভারের রানা প্লাজার পরিত্যক্ত জায়গার সামনে অনশন করছেন মাহমুদুল হাসান হৃদয় নামের এক শ্রমিক। ছবি: পলাশ খান

ভুক্তভোগীদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দিনের অনশন পালন করছেন সাভারের রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক শ্রমিক।

আমাদের সাভার সংবাদদাতা জানান, গতকাল (২২ এপ্রিল) বিকেল থেকে মাহমুদুল হাসান হৃদয় নামের ওই ব্যক্তি রানা প্লাজার পরিত্যক্ত জায়গার সামনে এই অনশন শুরু করেন। রানা প্লাজা ধসে পড়ার আগে তিনি ভবনটির অষ্টম তলায় কাজ করতেন।

হৃদয় বলেন, “দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।”

আমাদের সংবাদদাতা আরও জানান, এ পর্যন্ত কেবল অল্প কয়টি শ্রমিক সংগঠন হৃদয়ের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এদিকে, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) সভাপতি রফিকুল ইসলাম জানান, তৈরি পোশাক শ্রমিকদের সব দাবি যৌক্তিক এবং সেগুলো মেনে নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব।

উল্লেখ্য, ছয় বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন ১ হাজার ১৬৭ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago