ওয়াসার ‘সুপেয়’ পানি দিয়ে এমডিকে শরবত পান করাতে চান জুরাইনবাসী
‘পানি দাও, ময়লা না’ এই স্লোগান নিয়ে আজ (২৩ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত ওয়াসা ভবনের সামনে সমবেত হয়েছিলেন জুরাইনের কয়েকজন বাসিন্দা।
নারী ও শিশুসহ পাঁচজন এসেছিলেন ওয়াসার সরবরাহকৃত পানি দিয়ে শরবত বানিয়ে তা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে খাওয়ানোর জন্যে।
গত ২০ এপ্রিল তাকসিম ‘ওয়াসার পানি শতভাগ সুপেয়’ বলে দাবি করায় নগরব্যাপী বিরূপ মন্তব্যের মুখে পড়েছেন তিনি।
মিজানুর রহমানের নেতৃত্বে পাঁচজন জুরাইনবাসী তাকসিমকে শরবত খাওয়াতে এলেও তার দেখা মেলেনি।
এমন অভিনব প্রতিবাদের ঘটনায় ওয়াসা ভবনের সামনে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের নিয়োগ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া মনিরুল ইসলাম বলেন, “আমাদের বক্তব্য হলো শতভাগ সুপেয় পানি রাজধানীর কোথাও নেই। পাঁচ বছরের এক শিশুকেও যদি প্রশ্ন করেন যে রাজধানীতে শতভাগ সুপেয় পানি আছে কী না তাহলে আমার মনে হয় সেও উত্তর দিবে না নাই। সুতরাং ওয়াসার উচ্চপদস্থ একজন কর্মকর্তা হয়ে তিনি এ কথা কীভাবে বললেন তা আমি বুঝতে পারছি না।”
Comments