৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সিপিডির সন্দেহ

CPD
২৩ এপ্রিল ২০১৯, রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা: বর্তমান সরকারের প্রথম একশো দিন’ শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ছবি: সোহেল পারভেজ

চলতি অর্থবছরে দেশে ৮ দশমিক ১৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটির মতে, অর্থনীতির বিভিন্ন সূচক প্রবৃদ্ধি সংক্রান্ত সরকারের ঘোষণার সঙ্গে মিলছে না।

উৎপাদন ক্ষেত্রে মাত্র পাঁচ মাসের এবং অর্থনৈতিক ক্ষেত্রে মাত্র ছয় মাসের তথ্য নিয়ে প্রবৃদ্ধির মাত্রা নির্ণয় করা হয়েছে বলেও মন্তব্য করা হয় সিপিডির পক্ষ থেকে।

আজ (২৩ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

এতে আরও বলা হয়, জিডিপির হিসাবে কৃষি পণ্যের উৎপাদন তথ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি। এছাড়াও, “চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১৬ শতাংশ কমেছে,” বলেও মন্তব্য করা হয়।

সংবাদ সম্মেলনে সিডিপির ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “(নতুন অর্থবছরের) প্রথম ১০০ দিনে (সরকারের) আগ্রহ ও চেষ্টা-প্রচেষ্টার অভাব দেখেছি।”

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

34m ago