রশিদের খরুচে দিনে দলে ফিরে আঁটসাঁট বোলিং সাকিবের
প্রথম ম্যাচ খেলার পর একে একে আট ম্যাচ বাইরে বসে ছিলেন সাকিব আল হাসান। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফেরার ম্যাচে রশিদ খানদের খরুচে দিনে দারুণ আঁটসাঁটও বল করেছেন তিনি। তবু শেন ওয়াটসনের তান্ডবে হেরেছে তার দল।
চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৭৫ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াটসনের ৫৩ বলে ৯৬ রানের ঝড়ে ওই রান টপকে ৬ উইকেটে জিতেছে মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস।
দল হারলেও ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে রান আটকে রাখার কাজটা করতে পেরেছিলেন সাকিব।
এদিন দল আগে ব্যাট করলেও ব্যাটিং পাননি সাকিব। মানিষ পান্ডের ৮৩ আর ডেভিড ওয়ার্নারের ৫৭ রানে ১৭৫ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় সাকিবের দল।
কিন্তু বল হাতে রশিদ খানরা ছিলেন বিবর্ণ। বিশ্বের এক নম্বর লেগ স্পিনার রশিদ খান ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়ে দেন ৪৪ রান।
চতুর্থ ওভারে প্রথম বল হাতে পান সাকিব। ওই ওভার থেকে তিনি দেন ৮ রান। সপ্তম ওভারে আবার বল করতে এসে ওয়াটসনের হাতে এক ছক্কা খেয়ে ৯ রান দেন সাকিব। নিজের শেষ দুই ওভার দারুণ বল করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ৫ রান করে দেন ওই দুই ওভারে।
১১ ও ১৩তম ওভারের মতো গুরুত্বপূর্ণ সময়ে তার এমন বোলিংয়ে চাপও বেড়েছিল চেন্নাইর। কিন্তু হতাশ করেন রশিদ। তার শেষ দুই ওভার থেকে ২৫ রান নিয়ে নেয় চেন্নাই। তাকে পিটিয়ে চার-ছয়ে মাত করে ম্যাচ নিজেদের করে নিয়ে নেন ওয়াটসন। ৫৩ বলে ৯৬ রানের ইনিংসে ৯ চারের সঙ্গে হাফ ডজন ছক্কা মেরে হিরো বনেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
Comments