ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ

সেশনজট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রতা দূর করাসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
DU Seven College
২৪ এপ্রিল ২০১৯, পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: আমরান হোসেন

সেশনজট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রতা দূর করাসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করাসহ আরও কঠোর কর্মসূচীতে যাবেন তারা।

আজ (২৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করে রাখার ফলে ওই এলাকাসহ আশাপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মিরপুর সড়কের নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

Comments