আজ অ্যাতলেতিকো হারলেই শিরোপা বার্সেলোনার

ছবি: এএফপি

লা লিগা শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে রয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। আগামী শনিবার লেভান্তের বিপক্ষে জয় পেলেই শিরোপা কাতালান ক্লাবের। তবে টানা দ্বিতীয় শিরোপার জন্য সে ম্যাচ পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে তাদের। রাতে ভ্যালেন্সিয়ার কাছে অ্যাতলেতিকো মাদ্রিদ হারলেই আজই নিশ্চিত হয়ে যাবে স্প্যানিশ লিগের মুকুট।

লিগে এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। তাতে ২৪টি জয় ও আটটি ড্রয়ে তাদের সংগ্রহ ৮০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৬৮। যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা। তবে আজ অ্যাতলেতিকো হারলে শেষ চার ম্যাচে বার্সেলোনা হারলেও শিরোপা থাকবে কাতালানদের কাছেই। কারণ হেড টু হেডে এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল। ওয়ান্দা মেত্রোপলিতানোতে ম্যাচ ড্র হলেও ন্যু ক্যাম্পে ২-০ গোলে জয় পেয়েছিল বার্সা।

অবশ্য অ্যাতলেতিকো না হারলেও সমস্যা নেই বার্সেলোনার। শেষ চার ম্যাচের একটিতে জয় পেলেই হবে। তাদের ম্যাচ বাকি রয়েছে লেভান্তে, সেলতা ভিগো, গেটাফে ও এইবারের বিপক্ষে। কাতালানদের চেয়ে শক্তির বিচারে অনেক পিছিয়ে আছে চারটি দলই।

আগের দিন আলাভেসের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। লিওনেল মেসিকে ছাড়া সাজানো একাদশ নিয়ে ২-০ গোলের ব্যবধানে জিতলেও জয়টি খুব সহজে আসেনি। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৪ মিনিট পর্যন্ত। তবে ছয় মিনিটের ব্যবধানে দুই গোল পায় তারা। একাডেমীর খেলোয়াড় কার্লোস অ্যালেনা প্রথম গোল করেন। এরপর স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ।

অবশ্য দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন মেসি। দারুণ ছন্দে থাকা এ তারকা এদিন গোল আদায় করে নিতে পারেননি। বেশ কিছু সুযোগ পেয়েছিলেন। এমনকি বার পোস্টে লেগেও বল ফিরে আসে। তাতে জমে উঠেছে ইউরোপিয়ান গোল্ডেন বলের লড়াই। কারণ আগের দিন হ্যাটট্রিক করে মেসির সঙ্গে ব্যবধান কমিয়েছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। ৩৩ গোল নিয়ে শীর্ষে থাকা মেসির তিন গোল কম এমবাপের।

Comments

The Daily Star  | English

Mob violence now alarmingly routine

Mob violence has intensified in both scale and audacity over the last 10 months. Attacks have become disturbingly routine, sometimes taking place even in the presence of the police.

7h ago