মেসিকে দ্বিতীয়ার্ধে নামানোর ব্যাখ্যা দিলেন বার্সা কোচ

ছবি: এএফপি

আলাভেসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। কিন্তু তার আগেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় দল। জয় ছিল অনেকটাই নিশ্চিত। এরপরও মাঠে নামেন অধিনায়ক। মূলত বিরতির আগে গোল দিতে না পারায় তখনই মেসিকে নামানোর সিদ্ধান্ত নেন দলের কোচ এরনেস্তো ভালভার্দে।

মেসিকে না খেলানোয় বার্সা সমর্থকদের ক্ষোভও রয়েছে কিছুটা। কারণটা ইউরোপিয়ান গোল্ডেন বুট। ষষ্ঠবারের মতো গোল্ডেন বুট জয়ের অনেক কাছে মেসি। তাকে বিশ্রাম দেওয়া হলে পুরোটাই দেওয়া উচিত বলে মনে করছেন তারা। অন্যথায় শুরু থেকেই একাদশে চান। এছাড়া মেসি যখন মাঠে নামেন তার আগেই দলের জয় অনেকটা নিশ্চিত।

তবে দুই গোলে এগিয়ে থাকলেও ঝুঁকিটা থেকেই যায় বার্সেলোনার জন্য। চলতি আসরেই ভিয়ারিয়ালের বিপক্ষে এমন উদাহরণও রয়েছে। তাই দলের জয় নিশ্চিত করতেই মেসিকে নামান কোচ, 'তাকে (মেসি) খেলানোর পরিকল্পনাটা করা হয় যখন ম্যাচের ফলাফল তখনও পরিষ্কার হয়নি। প্রথমার্ধ ছিল গোলশূন্য। গোল্ডেন বুটের একটা ব্যাপার রয়েছে... ঠিক আছে। তবে দলের জয় আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।'

'সে আজকে কিছুটা বিশ্রাম পেয়েছে এবং দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে। ভালো খেলোয়াড়দের মাঠে খেলার মধ্যে থাকা উচিত। আপনি কখনোই তাদের সম্পূর্ণ সরিয়ে দিতে পারেন না' - যোগ করে আরও বলেন ভালভার্দে।

তবে মূল আলোচনা অই ইউরোপিয়ান গোল্ডেন বুট নিয়েই। কার হাতে উঠেছে এ শিরোপা। লিগের শুরু থেকেই দারুণ ছন্দে ধরে রেখে এখন পর্যন্ত শীর্ষে আছেন মেসি। তবে দারুণ ছন্দে গিয়ে তার ঘারেই প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলছেন পিএসজির তরুণ তারকা কিলিয়ান এমবাপে। কিন্তু সাম্প্রতিক সময় লা লিগার দুর্বল দলগুলোর বিপক্ষে একাদশে নিয়মিত নন মেসি।

দুইদিন আগেই মোনাকোর বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে মেসির সঙ্গে ব্যবধান কমিয়েছেন এমবাপে। তার গোল সংখ্যা এখন ৩০টি। তার চেয়ে ৩টি গোল বেশি আছে মেসির। অবশ্য ম্যাচ খেলার সুযোগ পাবেন এমবাপে একটি বেশি। লিগে এখন ৫টি ম্যাচ বাকি তাদের। বার্সেলোনার ৪টি। তার উপর চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে'তে টিকে থাকায় লিগে আরও বিশ্রাম পেতে পারেন আর্জেন্টাইন তারকা।

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

13h ago