তামিমের চোখে আয়ারল্যান্ড সফরের একটাই নেতিবাচক দিক

বিশ্বকাপের প্রস্তুতি নিতে মে মাসের শুরুতেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ওই টুর্নামেন্ট শেষ করেই শুরু হবে বিশ্বকাপ মিশন। এবার রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হওয়ায় বিশ্বকাপে ম্যাচ আছে নয়টি। দেড়মাস সময়ের মধ্যে বাংলাদেশকে তাই খেলতে হবে অন্তত ১৩টি আন্তর্জাতিক ম্যাচ। এত খেলা থাকাতেই খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের জায়গা থেকে নেতিবাচক দিক দেখছেন তামিম ইকবাল।
Tamim Iqbal
ছবি: বিসিবি

বিশ্বকাপের প্রস্তুতি নিতে মে মাসের শুরুতেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ওই টুর্নামেন্ট শেষ করেই শুরু হবে বিশ্বকাপ মিশন। এবার রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হওয়ায় বিশ্বকাপে ম্যাচ আছে নয়টি। দেড়মাস সময়ের মধ্যে বাংলাদেশকে তাই খেলতে হবে অন্তত ১৩টি আন্তর্জাতিক ম্যাচ। এত খেলা থাকাতেই খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের জায়গা থেকে নেতিবাচক দিক দেখছেন তামিম ইকবাল। 

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রাথমিক পর্বে আছে ৪ ম্যাচ। ফাইনালে উঠলে খেলতে হবে ৫ ম্যাচ। এরপর বিশ্বকাপে নয় ম্যাচের ধাক্কা। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচও আছে। তামিমের  চোখে আয়ারল্যান্ড সফরের একমাত্র নেতিবাচক দিক প্রচুর খেলার ধকলই,  ‘নেতিবাচক যদি ধরতে হয় তাহলে একটাই নেতিবাচক দিক আছে। সেটা হলো, আমরা হয়তোবা দেড় মাসের মধ্যে ১৩-১৪টা ম্যাচ খেলবো। এটাই হচ্ছে একমাত্র নেতিবাচক পয়েন্ট। তাছাড়া আমি আর কোন নেতিবাচক দিক দেখি না।’

বিশ্বকাপের আসল মিশনে খেলোয়াড়দের তাজা রাখতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দিয়ে খেলানোর প্রস্তাব তামিমের, ‘আমার কাছে মনে হয়, খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে খেলানো জরুরী।  যখন যার বিশ্রাম দরকার হয়। কারণ,  আমরা সবাই জানি যে বিশ্বকাপে আমরা কাউকে বিশ্রাম দিতে পারব না। কাজেই আয়ারল্যান্ড খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ওখানে পাঁচটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। কিন্তু ওখানেও দুইটা-একটা ম্যাচ করে যদি একটু বদল করা হয় সবাইকে সতেজ রাখতে, এটা খুব গুরুত্বপূর্ণ।’

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago