পুতিনের সঙ্গে বৈঠকে ব্যক্তিগত ট্রেন নিয়ে রাশিয়ায় কিম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া গিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিম তার ব্যক্তিগত ট্রেনে চড়েই পিয়ংইয়ং থেকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তক শহরে পৌঁছেছেন। রেল স্টেশনে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে মস্কো।
সংবর্ধনা নিয়ে স্টেশনে প্রায় ১০ মিনিট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন কিম। পরে একটি কালো সেডান গাড়িতে চড়ে তিনি ফার ইস্টার্ন ফেডারেল বিশ্ববিদ্যালয়ে যান। এই বিশ্ববিদ্যালয়েই দেশে দুটির শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন।
তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কিমের বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও নীরবতা পালন করছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। অন্যদিকে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ রুশ বার্তা সংস্থাগুলোকে বলেছেন, কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারেই মূলত দুই নেতার মধ্যে আলোচনা হবে। তবে তারা কোনো চুক্তি বা যৌথ বিবৃতিতে যাবেন না।
এর আগে উত্তর কোরিয়া থেকে রাশিয়া যাওয়ার পথে সীমান্তের স্টেশনে যাত্রাবিরতি দেয় কিমকে বহনকারী ট্রেনটি। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী রাশিয়ার কর্মকর্তারা সেখানে তাকে ফুল, লবণ ও রুটি দিয়ে স্বাগত জানান। এসময় তিনি আবারও রাশিয়া সফরে যাওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেন। ওই স্টেশনে এক ঘণ্টা অবস্থান করে কিমের ট্রেনটি পুনরায় ভ্লাদিভস্তকের উদ্দেশে যাত্রা শুরু করে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোসহ উত্তর কোরিয়ার পদস্থ নেতৃবৃন্দ কিমের সফরসঙ্গী হয়েছেন। তবে পিয়ংইয়ংয়ের পরমাণু বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী কিম ইয়ং-সল ও ফার্স্ট লেডি রি সোল-জু এবার কিমের সঙ্গে নেই, যাকে ব্যতিক্রম হিসেবেই মনে করছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো।
Comments