গায়ে আগুন দিয়ে ‘আত্মহত্যা’ রানা প্লাজা স্বেচ্ছাসেবকের

রানা প্লাজা ধ্বংসযজ্ঞের ছয় বছর পূর্তিতে সাভারে নিজের গায়ে আগুন দিয়ে এক রানা প্লাজা স্বেচ্ছাসেবক ‘আত্মহত্যা’ করেছেন।
Nawshad Hasan Himu
নিহত নওশাদ হাসান হিমু। ছবি: সংগৃহীত

রানা প্লাজা ধ্বংসযজ্ঞের ছয় বছর পূর্তিতে সাভারে নিজের গায়ে আগুন দিয়ে এক রানা প্লাজা স্বেচ্ছাসেবক ‘আত্মহত্যা’ করেছেন।

নিহত নওশাদ হাসান হিমুর (২৭) বাবার নাম আবুল হোসেন। তিনি বরিশালে অধিবাসী।

পুলিশ এবং হিমুর বন্ধুরা জানান, গতরাত ৯টার দিকে হিমু নিজের গায়ে আগুন দেন। হিমুকে একজন রানা প্লাজা কর্মী হিসেবেও উল্লেখ করেন তারা।

শরীরে আগুন দেওয়ার পর হিমুকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আসগর আলী দ্য ডেইলি স্টারকে বলেন, “এটি আত্মহত্যার ঘটনা। তবে তার মৃত্যুর পেছনে কারণগুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

নিহত হিমুকে ‘নিভৃতচারী’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, হিমু তাদের সংগঠনের কর্মী ছিলেন। বলেন, “রানা প্লাজা ভেঙ্গে পড়ার পর আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। সেই ঘটনায় হিমু খুবই বিমর্ষ হয়ে পড়েছিলো।”

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago