শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমান সংসদ সদস্য হিসেবে আজ (২৫ এপ্রিল) শপথ নিয়েছেন।
রবিবার হরতাল ও অবরোধ নেই,

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমান সংসদ সদস্য হিসেবে আজ (২৫ এপ্রিল) শপথ নিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নব-নির্বাচিত এই সদস্যকে শপথবাক্য পাঠ করান বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন স্পিকারের ব্যক্তিগত সচিব এসএম কামাল বিল্লাহ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন বিরোধীজোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আটজন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে বিএনপির ছয় এবং জোট শরিক গণফোরামের দুজন নির্বাচিত হন।

দলের নির্দেশনা না মেনে শপথ নেওয়ায় মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয় এবং সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

বিএনপির এই সংসদ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে দলের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

Comments