‘অত্যন্ত সৎ’ হয়ে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা বললেন রোডস

Steve Rhodes & Mushfiqur Rahim
ছবি: বিসিবি

এবারের বিশ্বকাপে কত দূর যাবে বাংলাদেশ? রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হতে যাওয়া টুর্নামেন্টে দুর্দান্ত সব দলের বিপক্ষে কয়টা ম্যাচ জিততে পারবে মাশরাফি মর্তুজার দল? বিশ্বকাপ ঘনাতে এমন আলোচনা চাউর হচ্ছে। বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসও টের পাচ্ছেন উত্তাপ। তবে তিনি স্বপ্নের ভেলায় না ভেসে বাস্তবতার নিরিখে দেখতে চান তার দলের সম্ভাবনা। তাতেও অবশ্য আছে দারুণ কিছুর ইঙ্গিতই।

২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। এবার ১০ দলের বিশ্বকাপে সবাই সবার সঙ্গে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা ৪ দল উঠবে সেমিফাইনালে।

এমন সংস্করণ হওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আছে অন্তত নয়টি। লম্বা টুর্নামেন্ট। লিগ ভিত্তিক হওয়ায় পরের রাউন্ডে যাওয়ার চ্যালেঞ্জও কঠিন। সব জেনে বুঝেই বাংলাদেশের সম্ভাবনা মেপে দেখেছেন রোডস,  ‘অত্যন্ত সৎ হয়েও যদি বলি। বিশ্বকাপে দারুণ কিছু দল খেলবে। বাংলাদেশের ভালো কর আসলেই কঠিন। কিন্তু আমি জানি অনেক দেশই বাংলাদেশকে খুব সমীহ করে। তারা জানে যদি বাংলাদেশের সঙ্গে তাদের বাজে দিন যায়, বা সমান সমান যায় তাহলে বাংলাদেশ তাদের হারিয়ে দিতে পারে। আগেও আমরা তা করে দেখিয়েছি। আমি আসার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছি। উইন্ডিজকে দুবার সাম্প্রতিক সময়ে সিরিজে হারলাম।’

‘আমরা সেরা দলগুলোকে হারাতে পারি কিন্তু আমাদের ভাল খেলতে হবে যদি নকআউট ধাপে যেতে চাই। যদি প্রশ্ন করা হয় আমাদের তা করার সক্ষমতা আছে কিনা, আমি বলব হ্যাঁ আছে।’

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

6h ago