নুসরাত হত্যার বিচার ‘সর্বোচ্চ দ্রুততায়’ হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নুসরাত জাহান রাফি হত্যার বিচার রেকর্ড দ্রুততায় সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৮ এপ্রিল জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীসহ দেশের বেশিরভাগ মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। তারা চান যে এই মামলার বিচার দ্রুত সম্পন্ন হোক।
তিনি বলেন, এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে রাষ্ট্রপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলেই রাজন হত্যা মামলার মতোই দ্রুততম সময়ে এই বিচার প্রক্রিয়া শেষ হবে।
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য তার মন্ত্রণালয় কী ধরনের আইনি সহায়তা দিতে পারে এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই সুবিধা পাওয়ার জন্য কোনো ক্যাটাগরিতেই পড়েন না খালেদা জিয়া।
“সরকারের আইনগত সুবিধা পেতে একজন ব্যক্তিকে আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত বা এর পেছনে আর্থ-সামাজিক কারণ থাকতে হয়। এখন আপনারাই বলুন সরকারি আইন সহায়তার জন্য খালেদা জিয়া এর মধ্যে কি কোনো ক্যাটাগরিতে পড়েন?” প্রশ্ন রাখেন আনিসুল হক।
Comments