সরকারের চাপে শপথ নিয়েছেন জাহিদুর: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে একাদশ জাতীয় সংসদের সদস্য হতে শপথ নেওয়ার জন্য দলের নেতা জাহিদুর রহমানের ওপর চাপ সৃষ্টি করেছিলো সরকার।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমানের শপথ নেওয়ার একদিন পর মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
আজ (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “আমরা নিশ্চিত যে, জাহিদুর রহমানের শপথ নেওয়ার পেছনে সরকারের চাপ ছিলো। কিন্তু আমরা এতে বিচলিত নই।”
আরও পড়ুন:
শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান
Comments