অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে এটিএম শামসুজ্জামান
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে অস্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম দ্য ডেইলি স্টার অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বার্ধক্যজনিত কারণে এটিএম শামসুজ্জামান নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে অসুস্থ বোধ করায় তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হল। চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
আজ দুপুরে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
Comments