ক্যালিফোর্নিয়ায় সিনাগগে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইহুদি ধর্মাম্বলীদের প্রার্থনাস্থল সিনাগগে হামলা চালিয়ে এক বন্দুকধারী। গতকাল (২৭ এপ্রিল) ইহুদিদের প্রধান উৎসব ‘পাসওভার’-এর শেষদিনে এই হামলা চালানো হয়। এতে একজন নারী নিহত হয়েছেন।
বন্দুকধারীর রাইফেলের গুলিতে আরও তিনজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এলাকায় জন আর্নেস্ট (১৯) নামের একজন হামলা চালানোর পর গাড়ি চালিয়ে পালিয়ে গেলেও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
গত মাসে নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালানোর ঘটনায় অনুপ্রেরণা পেয়ে তিনি সেসময় একটি মসজিদে আগুন দিয়েছিলেন বলেও জানান।
সান ডিয়েগো কাউন্টির শেরিফ বিল গোর বলেন, গত ২৪ মার্চ ইস্কোনদিদোর ইসলামিক সেন্টারে আগুন দেওয়ার ঘটনায় আর্নেস্টের জড়িত থাকার বিষয়ে পুলিশ এবং এফবিআই তদন্ত করছে। তবে সেই ঘটনায় কেউ আহত হননি।
গতকাল সিনাগগে হামলার সময় কয়েক দফা গুলি বের হওয়ার পর আর্নেস্টের রাইফেলটি নষ্ট হয়ে যায় উল্লেখ করে শেরিফ আরও বলেন, সেই হামলাকারীর বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ নেই।
Comments