নির্যাতনে ২৭১ শিশুর মৃত্যু হয়েছে ২০১৮ সালে: মানুষের জন্য ফাউন্ডেশন

ধর্ষণ, যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে কমপক্ষে ২৭১ শিশুর মৃত্যু হয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। পাশাপাশি গত এক বছরে ১ হাজার ৬ শিশুকে ধর্ষণ, অপহরণ এবং নিপীড়নের চেষ্টা করা হয়েছিলো বলে ওই প্রতিবেদনে উঠে এসেছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ধর্ষণ, যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে কমপক্ষে ২৭১ শিশুর মৃত্যু হয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। পাশাপাশি গত এক বছরে ১ হাজার ৬ শিশুকে ধর্ষণ, অপহরণ এবং নিপীড়নের চেষ্টা করা হয়েছিলো বলে ওই প্রতিবেদনে উঠে এসেছে।

দেশের ছয়টি জাতীয় দৈনিক (দ্য ডেইলি স্টার, প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইত্তেফাক ও দ্য নিউ এজ) এর প্রতিবেদন বিশ্লেষণ করে এমন তথ্য সামনে এনেছে মানুষের জন্য ফাউন্ডেশন। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে।

তবে এর মধ্যে সবচেয়ে আতঙ্কজনক যে বিষয়টি উঠে এসেছে তা হলো, এই সময়ের মধ্যে ১২৯ শিশু তাদের শিক্ষকের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে যার মধ্যে ৭০ জনের মতো শারীরিক নির্যাতন, ৩৩ জন যৌন নির্যাতন ও ১৭ জন ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও ধর্ষেণের চেষ্টার ঘটনা ঘটেছে সাতটি, অপহরণ একটি ও এক শিশু আত্মহত্যা করেছে।

গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪১৪ শিশু ও আহত হয়েছে আরও ১৩৩ শিশু। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ৩৭৬ শিশু।

Comments

The Daily Star  | English
Fakhrul warns against long interim govt rule

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

3h ago