সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে
কণ্ঠশিল্পী সুবীর নন্দী বেশ কিছুদিন থেকেই অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ সোমবার (২৯ এপ্রিল) তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।
বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি জানান, সিএমইচে চিকিৎসাধীন সংগীতশিল্পী সুবীর নন্দীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
পহেলা বৈশাখের রাতে (১৪ এপ্রিল) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। পরে তাকে রাজধানীর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি ।
প্রধানমন্ত্রী শিল্পীর চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন। সে অনুযায়ী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
Comments