প্রধানমন্ত্রীর পরিবর্তন কেবল ভোটের মাধ্যমেই সম্ভব: মাহাথির
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, জনগণ চাইলে ভোটের মাধ্যমে আমাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে পারেন। কারণ, ইচ্ছে হলেই কাউকে এই পদ থেকে সরানো যায় না।
মালয়েশিয়ার জহর রাজ্যের যুবরাজ ইসমাইল ইদ্রিসের এক বক্তব্যের ব্যাপারে এভাবেই অকপট জবাব দিয়েছেন দেশটির ৯৩ বছর বয়সী প্রধানমন্ত্রী। সম্প্রতি এই যুবরাজ এক ভিডিও বার্তায় বলেছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পরিবর্তন হওয়া উচিত।
সেই বক্তব্যের জবাবে রোববার এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, চাইলেই তো আর প্রধানমন্ত্রী পাল্টে ফেলা যায় না। শুধুমাত্র জনগণই ভোটের মাধ্যমে আমাকে সরিয়ে দিতে পারে।
পাঁচ দিনের সফরে মাহাথির এখন চীনে রয়েছেন। বেল্ট এন্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের দ্বিতীয় সম্মেলনে যোগ দিতে ২৪ এপ্রিল তিনি বেইজিংয়ে পৌঁছান।
Comments