নুসরাত হত্যা: অধ্যক্ষ সিরাজের এমপিও বাতিল

nusrat jahan rafi
আগুনে পোড়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। ছবি: সংগৃহীত

নুসরাত জাহান রাফি হত্যায় অভিযুক্ত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার মান্থলি পে অর্ডার (এমপিও) বাতিল করা হয়েছে। এই একই অভিযোগে মাদ্রাসার আরেক প্রভাষক আফসার উদ্দিনেরও এমপিও বাতিল হয়েছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ তাদের এমপিও বাতিলের অনুমোদন দিয়েছেন। নুসরাত হত্যা মামলার এই দুই আসামি এখন কারাগারে রয়েছেন।

এমপিও’র মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের শতভাগ টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হয়। এর বাইরে স্বল্প পরিমাণে অন্যান্য ভাতাও দেয় সরকার।

অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও ইংরেজির শিক্ষক আফসার উদ্দিনের এমপিও বাতিলের সুপারিশ করেছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গত ১২ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় তারা। এর ভিত্তিতেই আজ তাদের এমপিও বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত এলো।

যৌন হয়রানির মামলা প্রত্যাহার না করায় গত ৬ এপ্রিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ছাদে নিয়ে গিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার পাঁচ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

34m ago