চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।
র্যাব কর্মকর্তাদের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহতের নাম সাইফুল (২৫)। তিনি নগরীর উত্তর আমিরাবাদ এলাকার একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান জানান, আজ ভোরে র্যাবের একটি টহল দলের সঙ্গে সন্দেহভাজন ওই আসামির বন্দুকযুদ্ধ হয়। এরপর ঘটনাস্থল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল একটি ধর্ষণ মামলার আসামি ছিলেন বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
গত ১২ এপ্রিল নিজ কোচিং সেন্টারের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছিলেন বলে সাইফুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
Comments