ফখরুল বাদে বিএনপির নির্বাচিত সবাই শপথ নিলেন

বিএনপি থেকে নির্বাচিত আরও চার জন এমপি আজ শপথ নিয়েছেন। এর ফলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাদে নির্বাচিত আর কারও শপথ নেওয়া বাকি রইল না।

বিএনপি থেকে নির্বাচিত আরও চার জন এমপি আজ শপথ নিয়েছেন। এর ফলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাদে নির্বাচিত আর কারও শপথ নেওয়া বাকি রইল না।

শপথ গ্রহণকারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুল সাত্তার ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

বিকেল সোয়া ৫টায় তারা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিএনপি এই নির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।

এই চার জনের শপথ গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদের ৩০০  আসনের মধ্যে ২৯৯ আসন পূর্ণ হলো।

শপথের পর উকিল আব্দুল সাত্তার বলেছেন, দলীয় সিদ্ধান্ত নিয়েই আমরা শপথ নিয়েছি।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেওয়ার পর গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ গ্রহণ করেন।

তার ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, সরকারের প্রবল চাপের মুখে তিনি শপথ নিতে বাধ্য হয়েছেন। এ কারণে পরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ধানের শীষের নির্বাচিত আর কেউ শপথ নিলে তাকেও দল থেকে বহিস্কার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago