জার্সিটা ভালোই লেগেছে: নাজমুল
বাংলাদেশের বিশ্বকাপের জার্সির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে ভক্তদের সমালোচনা। মূল জার্সির রঙ কেবলই সবুজ, তাতে নেই লাল রঙের মিশেল। জাতীয় পতাকার রঙের সঙ্গে তুলনায় যাকে অনেকেই বিসদৃশ বলছেন। যদিও বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বললেন, জার্সি অতো ভালো করে না দেখেও নাকি এটা তার ভালোই লেগেছে।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ স্কোয়াডের আনুষ্ঠানিক ফটোসেশনের সময় উন্মোচন করা হয় বিশ্বকাপ জার্সির। এবারের হোম জার্সির রঙ কলাপাতা সবুজ। কলারের দিকটায় আছে গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। সামনে সাদা হরফে লেখা বাংলাদেশ। বুকে বিসিবির লোগো, বাহুতে স্পন্সরের লোগো। কিন্তু কোথাও নেই লাল রঙ।
বাংলাদেশের ট্রেডমার্ক লাল-সবুজ রঙের মিশ্রণ না থকায় অনেক প্রশ্ন উঠলেও বোর্ড প্রধান বলছেন প্রথম দেখায় তার ভালোই লেগেছে জার্সি, ‘জার্সিটা ভালোই লেগেছে। এইজন্য বললাম ভাল লেগেছে কারণ আমি এটা অতো ভাল করে দেখি নাই। আজই প্রথম দেখলাম।’
বিসিবি প্রধান জানালেন, জার্সির এই ডিজাইন পছন্দ করেছেন ক্রিকেটাররাই। ক্রিকেটারদের পছন্দ হওয়ায় তিনিও তাতে সায় দিয়েছেন, ‘এই জার্সি আমার যতটুকু মনে হয় খেলোয়াড়দের মতামত নিয়েই নির্বাচন করা হয়, ওরা যখন খুশি, আমিও খুশি।’
এই হোম জার্সির বাইরে তৈরি আছে অ্যাওয়ে জার্সিও। সেই জার্সি আবার পুরোটাই লাল রঙের। তবে দুই বাহুতে আছে সবুজের ছোঁয়া। সামনে বাংলাদেশ লেখার ফন্টেও আছে সবুজের আঁচড়।
Comments