এরশাদের বনানীর অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অফিস থেকে গতকাল (২৯ এপ্রিল) দিবাগত রাতে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দলের এক নেতা।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দ্য ডেইলি স্টারকে জানান, এরশাদের ব্যক্তিগত কর্মী জাহাঙ্গীর আলমের কক্ষে থাকা একটি লকার ভেঙে ওই টাকা চুরি করা হয়।
তিনি আরও জানান, ওই টাকা নিরাপদ স্থানেই রাখা হয়েছিলো। কিছু টাকা অফিস কর্মীদের বেতন পরিশোধের জন্য এবং বাকিটা রংপুরে এরশাদের বাড়ি মেরামতের জন্য সেখানে রাখা হয়।
লকারটিকে ভাঙা অবস্থায় দেখতে পেয়ে এরশাদের অফিসের কর্মীরা বিষয়টি জাহাঙ্গীর আলমকে অবহিত করেন। এরপর দেখা যায় যে, লকারে রক্ষিত সব টাকাই চুরি হয়ে গেছে।
বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি)। শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় দলের পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
Comments