নতুন ডিজাইনে ফিরল লাল, মিলল আইসিসির অনুমোদন

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর জার্সি বদলের সিদ্ধান্ত নিয়ে আইসিসির কাছে অনুমোদন চেয়েছিল বিসিবি। সে অনুমোদন পাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের লাল-সবুজের মিশেলে নতুন জার্সি চূড়ান্ত করা হয়েছে। যদিও বিসিবি প্রধান নাজমুল হাসান বলছেন সমালোচনা নয়, তাদের পছন্দ না হওয়াতেই সুযোগ থাকায় বদল করা হয়েছে এই জার্সি।

মঙ্গলবার বিকেলে বিসিবি প্রধানের বেক্সিকো অফিসে নতুন জার্সির ডিজাইন দেখানো হয়। নতুন জার্সির বুকের মধ্যে বাংলাদেশ লেখার ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে লাল। দুই বাহুতেও রাখা হয়েছে লাল রঙ। ট্রাউজারের মধ্যেও লাল রঙের ছোঁয়া। 

বিসিবি প্রধান জানিয়েছেন, বিশ্বকাপে এটাই থাকবে বাংলাদেশের মূল জার্সি। এছাড়া বিকল্প জার্সি হিসেবে আরেক নির্বাচন কর লাল রঙের জার্সিটিও থাকছে।

বিশ্বকাপে বাংলাদেশের  দুটি জার্সির ডিজাইন করা হয়। অ্যাওয়ে জার্সি পুরোটাই লাল। তবে সামনে বাংলাদেশ লেখায় ও বাহুতে আছে সবুজের মিশেল।কিন্তু হোম জার্সিতে আছে কেবলই সবুজ, নেই লাল রঙের মিশেল। ওই জার্সি পরেই গতকাল (সোমবার) অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমালোচনা মুখর হয়ে উঠেন। পাকিস্তানের জার্সির সঙ্গে মিল খুঁজে চলতে থাকে জার্সি বদলের দাবি।

সেই দাবির পরই লাল জার্সিটি রেখে বদলে ফেলা হলো সবুজ জার্সি।

তবে বোর্ড প্রধান জানালেন, এর আগে তিনি ভালো করে এই জার্সি দেখেননি। কাল কথা উঠার পর দেখতে গিয়ে বদলে ফেলার সিদ্ধান্ত নেন, ‘কাল জার্সি নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন স্বাভাবিকভাবেই আমার মনে একটি সন্দেহ হয়েছে যে এই প্রশ্নটি করা হলো কেন। নিশ্চয় জার্সি নিয়ে কিছু আছে। আমি নিশ্চিত ছিলাম না। আমি তখন সবাইকে নিয়ে ঘরে গেলাম এবং সব পরিচালকদের বললাম যে জার্সি দুটি নিয়ে আসতে। এরপর লালটি দেখলো এবং সবাই পছন্দ করলো আর এটি (সবুজ জার্সি) দেখে শেখ সোহেল প্রথম আমাকে বললো যে এটির মধ্যে তো লাল নেই। দ্রুতই আমরা আইসিসির সাথে যোগাযোগ করলাম। দুটো ব্যাপারে। যেটি আমরা আগে পাঠিয়েছি এবং যেটার লেখার মধ্যে লাল লেখা ছিল সেটি কোনোভাবে অনুমোদন দেয়া যায় কিনা। আর যদি অনুমোদন না দেয়া হয় তাহলে তো আমাদের বিকল্প কিছু ভাবতে হবে।'

‘আজকে আমাদের বলেছে যে উই ক্যান চেঞ্জ এবং আমরা ঠিক করেছি যেহেতু আইসিসির একটি বাধ্যবাধকতা আছে সেহেতু আমরা ইচ্ছা করলে আইসিসি যেটি বলেছে সেটিও করতে পারি। আগেরটাতেও যেতে পারি। কিন্তু আমরা কোনো জটিলতায় যেতে চাচ্ছি না।’

'কালকেই আকরামের সঙ্গে আমার কথা হয়েছিল যে আমরা নতুন ডিজাইন চাই। তখন আমাদের এটি (নতুন জার্সি) ডিজাইন করা হয়। আগের যে লালটি ছিল তার রিভার্স। আর ট্রাউজারেও লাল স্ট্রাইপ থাকবে। এটি হলো বেসিক। সুতরাং এখানে কোনও দ্বিধান্বিত হওয়ার সুযোগ নেই।

 

 

 

 

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago