ফাইনালে কৃষ্ণাকে পাওয়ার আশা কোচের
প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার। পরের ম্যাচেও গোল পেয়েছেন। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি অনাকাঙ্ক্ষিত ইনজুরির কারণে। তবে যতক্ষণ খেলেছেন দাপটের সঙ্গেই। সে ইনজুরির কারণে সেমি-ফাইনালে খেলতে পারেননি। যদিও তার অভাব টের পেতে দেননি মনিকা-মারিয়ারা। কিন্তু তার অভিজ্ঞতা মিস করেছেন কোচ গোলাম রব্বানি ছোটন। তাই ফাইনালে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
গ্রুপ পর্বে কিরগিজস্তানের বিপক্ষে চোট পান কৃষ্ণা ও সিরাত জাহান স্বপ্না। লিগামেন্টই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। স্বপ্নার ইনজুরিটা বেশ মারাত্মকই। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে এ কিশোরীকে। কিন্তু সে তুলনায় কিছুটা ভালো অবস্থায় আছেন কৃষ্ণা। রিকোভারি করছেন দ্রুত। চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে আছেন। কোচ আশা করছেন ফাইনালেই ফিরবেন এ ফরোয়ার্ড।
দুই তারকার ইনজুরি নিয়ে ছোটন বললেন, ‘স্বপ্নার অবস্থা ভালো না। তাকে পাওয়ার কোন সম্ভাবনাও নেই। তবে কৃষ্ণার অবস্থা অনেকটা ভালো। রিকোভারি করেছে। আমরা সবসময় পর্যবেক্ষণ করছি। আশা করি ফাইনাল ম্যাচে ওকে পাবো। আরও দুই দিন আছে। দেখা যাক কি হয়।’
তবে কৃষ্ণার অনুপস্থিতি দলকে খুব একটা ভোগায়নি বলে দাবী জানান কোচ, ‘কৃষ্ণা ও স্বপ্না আমাদের দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তাদের অভাব তো অবশ্যই দেখা দিয়েছে। তবে তাদের জায়গায় যারা খেলেছে তারাও ভালো খেলছে। আমার দলের সবাই ১৯-২০। তবে অভিজ্ঞতা অবশ্যই একটা ব্যাপার।’
Comments