ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সারাদেশে নৌচলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে সারাদেশে নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার প্রেক্ষিতে আজ (২ মে) বিআইডব্লুটিএ এই সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লুটিএ-র একজন কর্মকর্তা কাজী শাকিল নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বিআইডব্লুটিএ-র সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৩ মে) সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’-র অগ্রবর্তী অংশ খুলনা ও এর আশপাশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।
আরও পড়ুন:
মংলা, পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত
‘ফণী’ মোকাবিলায় বাগেরহাটে ২৩৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
Comments