‘ফণী’র কারণে ফাইনাল ম্যাচ নিয়ে শঙ্কা

৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’-র কারণে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল মাঠে গড়াবে কি না, এ নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। সন্ধা ৬টায় খেলা শুরু কথা থাকলেও ভারি মাঠের জন্য তা সম্ভব হয়নি। বিকেল পৌনে চারটা থেকে কখনো ভারি কখনো ঝিরি ঝিরি বৃষ্টি চলছেই।
ছবি: সংগ্রহীত

৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’-র কারণে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল মাঠে গড়াবে কি না, এ নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। সন্ধা ৬টায় খেলা শুরু কথা থাকলেও ভারি মাঠের জন্য তা সম্ভব হয়নি। বিকেল পৌনে চারটা থেকে কখনো ভারি কখনো ঝিরি ঝিরি বৃষ্টি চলছেই।

এর মধ্যে ‘ফণী’-র অগ্রভাগ বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে ইতোমধ্যে। মূল আঘাত আসবে মধ্যরাতে। কিন্তু এর আগে প্রবল বর্ষণের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ ভিজে ভারি হয়ে আছে। বিকেল পৌনে চারটা থেকে শুরু হয় বৃষ্টি। টানা ২৫ মিনিট ভারি বর্ষণের পর থামলেও ঝিরি ঝিরি বৃষ্টি চলছে নিয়মিতই। এর মধ্যেই চলছে ফাইনাল ম্যাচের আয়োজন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের পানি নিষ্কাসন ব্যবস্থা এমনতেই ভালো নয়। হালকা বৃষ্টিতেই মাঠের বিভিন্ন জায়গায় জমে যায় পানি। এদিনও বেশ কয়েক জায়গায় পানি জমে আছে। এ পানি সরানোর জন্য অবশ্য কোন ব্যবস্থাই নেইনি বাফুফে। এমনকি জ্বালানো হয়নি ফ্ল্যাড লাইটও। তাই শেষ পর্যন্ত বাতিল হতে পারে এ ম্যাচ। আর এমনটা হলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলেই জানা গেছে।

সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে লাওস বিধ্বস্ত করে কিরগিজস্তানকে। ৭-১ গোলে উড়িয়ে দিয়েই ফাইনালের টিকেট কাটে দলটি।

Comments