ফণীর আঘাতে বরগুনা ও নোয়াখালীতে ৩ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসের আঘাতে আজ (৪ মে) ভোররাতে নোয়াখালী ও বরগুনা জেলায় দুই বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গতকাল থেকে সারাদেশে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদারের বরাতে আমাদের পটুয়াখালী সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামে গতরাত তিনটার দিকে ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়লে নুরজাহান (৫০) এবং তার নাতি জাহিদুলের (১৬) মৃত্যু হয়। এ সময় তারা ঘুমিয়ে ছিলেন।
এদিকে, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ওয়াদুদের বরাতে আমাদের নোয়াখালী সংবাদদাতা জানান, নিহত শিশুর নাম মো. ইসমাইল। সে চর আমিনুল হক গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এছাড়াও, ঝড়ে নোয়াখালীতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
Comments