আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সময়সূচি
বিশ্বকাপের প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ এখন এরমধ্যেও আয়ারল্যান্ডে চলে গেছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে মাশরাফি মর্তুজার দল। ফাইনালে উঠলে ম্যাচ পাবে আরেকটি। বাংলাদেশ সময় অনুযায়ী সবগুলো খেলাই শুরু হবে বিকেল ৩টা ৪৫ মিনিটে।
৫ মে (রোববার) টুর্নামেন্টের শুরুর দিন আইরিশরা নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৭ মে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আইরিশরা।
১৩ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ মে প্রথম পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৭ মে।
ডাবলিনের দুই মাঠ কনটার্ফ ও মালাহাইডে সবগুলো খেলাই হবে দিনে। শুরু হবে স্থানীয় সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫)।
এই টুর্নামেন্টে খেলেই বিশ্বকাপ মিশনে যোগ দেবে বাংলাদেশ। মূল বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে লিস্টারে হবে কন্ডিশনিং ক্যাম্প।
ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহাইড
Comments