আজ থেকে তাপমাত্রা আবার বাড়বে
আজ (৫ মে) থেকে আগামী তিনদিন দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গত দুই-তিন দিন দেশের তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। ভারী বৃষ্টিতে গরমের তীব্রতাও কমে এসেছিল।
তবে, ফণী চলে যাওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশের দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াতে পৌঁছতে পারে।
Comments