মিনারের আলাদা একটি ভিডিও
প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী মিনার রহমানের নতুন গানের ভিডিও ‘রং পেন্সিল’। গানটির কথা লিখেছেন ওমর ফারুক, সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জী।
মিনার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বেশ কিছুদিন আগে গানটিতে কণ্ঠ দেই। এটি একটি কথাভিত্তিক গান। সব মিলিয়ে চমৎকার হয়েছে গানটি। গানের ভিডিওটি আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।”
মাহমুদুর রহমান হিমি’র গল্প ও পরিচালনায় ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’ নাটকের গল্পে গানটি প্রথম ব্যবহার করা হয়। নাটকের দৃশ্যায়ন থেকেই নির্মিত হয়েছে গানটির আলাদা একটি ভিডিও। সেখানে অংশ নিয়েছেন অভিনেতা আরফান নিশো এবং মেহজাবিন চৌধুরী।
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
Comments