কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নিহত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম নিহত হয়েছেন।
Rowshan Ara Begum
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম। ছবি: পুলিশ সদরদপ্তর

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম নিহত হয়েছেন।

তিনি সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল (৫ মে) কঙ্গোর স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় রাজধানী শহর কিনশাসায় একটি ট্রাকের সঙ্গে রৌশন আরাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) দ্য ডেইলি স্টারকে বলেন, রৌশন আরা বেগম কঙ্গোতে বাংলাদেশ পুলিশ ইউনিটের মেডাল পেরেডে যোগ দিতে যাচ্ছিলেন। সেসময় এই দুর্ঘটনা ঘটে। রৌশনের গাড়িচালক এবং কমান্ডার (এসপি) ফারজানাসহ তার দুই সহযাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

রৌশন ১৯৮৮ সালে পুলিশ বিভাগে যোগ দেন।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago