সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর খোন্তা কোদাইল খালে ‘বন্দুকযুদ্ধে’ তিন দস্যু নিহত ও এক র্যাব সদস্য আহত হয়েছেন।
আজ (৬ মে) সকালে এ ঘটনা ঘটে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
ঘটনাস্থল থেকে পাইপগান ও ওয়ান শুটারগানসহ চারটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন খুলনা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. শামিম সরদার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। সে সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে।
শামিম সরদার জানান, পরে র্যাব সদস্যরা দস্যুদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে তিন দস্যু আহত হয়। নিকটস্থ মংলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।
Comments