লিভারপুলের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে না বার্সেলোনা

আগের দিনই ওসমান দেম্বেলের ইনজুরি নিয়ে বড় শঙ্কার কথা প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে। এ তরুণের ইনজুরি দলের জন্য বড় আঘাত বলেছিলেন তিনি। শেষ পর্যন্ত দেম্বেলের ইনজুরি বড় আঘাত হয়েই আসলো। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না বার্সেলোনা।
ছবি: এএফপি

আগের দিনই ওসমান দেম্বেলের ইনজুরি নিয়ে বড় শঙ্কার কথা প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে। এ তরুণের ইনজুরি দলের জন্য বড় আঘাত বলেছিলেন তিনি। শেষ পর্যন্ত দেম্বেলের ইনজুরি বড় আঘাত হয়েই আসলো। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না বার্সেলোনা।

গত শনিবার দ্বিতীয় সারির দল নিয়ে সেল্তা ভিগোর মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে প্রথম একাদশে ছিলেন দেম্বেলে। কিন্তু খেলতে পেরেছেন মাত্র পাঁচ মিনিট। ষষ্ঠ মিনিটে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। অথচ হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে কদিন আগেই মাঠে ফিরেছেন এ তরুণ। ফিরতে না ফিরতে আবারো একই ইনজুরিতে পড়েন তিনি। এক বিবৃতিতে তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কথা জানায় দলটি। তবে কতদিন তাকে বাইরে থাকতে হবে, এ বিষয়ে কিছু জানায়নি তারা।

অধিনায়ক লিওনেল মেসির জাদুতে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগ ৩-০ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। তবে ফিরতি লেগ অ্যানফিল্ডে বলেই যতো দুশ্চিন্তা তাদের। কারণ ঘরের মাঠে দারুণ শক্তিশালী ইংলিশ দলটি। সাম্প্রতিক সময়ে দারুণ খেলছেও তারা। তার উপর গত মৌসুমে প্রথম লেগ এমনই বড় ব্যবধানে এগিয়ে থাকার পর এএস রোমার মাঠে গিয়ে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে গিয়েছিল তারা। ভাবনায় আছে সে দুঃস্বপ্নের স্মৃতিও।

এদিকে, ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এ নিয়ে পঞ্চম বার ইনজুরিতে পড়লেন দেম্বেলে। চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। তবে একের পর এক ইনজুরিতে কাবু হয়ে মাঠের বাইরেই থাকতে হয় অনেকটা সময়। চলতি মৌসুমে ৪২ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। তাতে ১৪টি গোল করেছেন ২১ বছর বয়সী এ তরুণ।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago