মাধ্যমিকে বোর্ডভিত্তিক পাশের হার

SSC Result Search
৬ মে ২০১৯, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ফল খুঁজে দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছবি: স্টার/প্রবীর দাশ

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে। আজ (৬ মে) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। 

ফলাফলে দেখা যায় যে, গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

শিক্ষাবোর্ডভিত্তিক পাশের হারে ঢাকা (৭৯ দশমিক ৬২ শতাংশ), যশোর (৯০ দশমিক ২৮ শতাংশ), রাজশাহী (৯১ দশমিক ৬৪ শতাংশ), কুমিল্লা (৮৭ দশমিক ১৬ শতাংশ), চট্টগ্রাম (৭৮ দশমিক ১১ শতাংশ), বরিশাল (৭৭ দশমিক ৪২ শতাংশ), সিলেট (৭০ দশমিক ৮৩ শতাংশ), দিনাজপুর (৮৪ দশমিক ১০ শতাংশ), মাদ্রাসা (৮৩ দশমিক ০৩ শতাংশ) এবং কারিগরি (৭২ দশমিক ২৪ শতাংশ)।

এবারের ফলাফলে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। গত বছরের মতো এ বছরও পাসের দিক দিয়ে পিছিয়ে সিলেট শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী এবং ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago