'চ্যাম্পিয়ন্স লীগ খেলার যোগ্যতা নেই ইউনাইটেডের'
পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে হাডার্সফিল্ড টাউন। রেলিগেশনও নিশ্চিত। অথচ সেই দলটিকে হারাতে পারলো না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে থেকেও ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। তাতেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ হয়ে যায় ইউনাইটেডের। ম্যাচ শেষে দলের কোচ ওলে গানার সুলশার জানালেন শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোন যোগ্যতাই নেই বর্তমান ইউনাইটেডের।
‘চ্যাম্পিয়ন্স লিগে না খেলতে পেরে অবশ্যই হতাশ। আমরা সুযোগ পেয়েছিলাম, তবে আমরা হতো বিশ্বাস করিনি এটা হতে পারে। মনে হতে পারে আমরা এদিন (রোববার) এটা হারিয়েছে। আসলে মৌসুম জুড়েই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে দল। এটা (দলের পারফরম্যান্স) কখনোই পর্যাপ্ত ছিল না। চ্যাম্পিয়ন্স লীগ খেলার মতো যোগ্যতা ছিল না আমাদের। ইউরোপা লীগে খেলাই আমাদের ঠিক আছে। এটাই আমাদের প্রাপ্য। শীর্ষ চারে থাকার অনেক সুযোগ আমাদের সামনে এসেছিল, আমরা সেটা নিতে পারিনি।’ - হাডার্সফিল্ডের কাছে হারের পর এমনটাই বলেছেন সুলশার।
তবে শীর্ষ চারে না থাকায় খেলোয়াড়দের দায় দেননি সুলশার, 'শীর্ষ চারে না থাকার দায়টা ফুটবলারদের ওপর চাপাতে চান না সুলশার, ‘সামর্থ্য কিংবা মনোযোগ সমস্যা ছিল না। খেলোয়াড়েরা চেষ্টা করেছে। তবে আমরা খুব ভালো ছিলাম না। এটাই সমস্যা। যখন ফলাফল বারবার আপনার বিপক্ষে যায় তখন সেটা মেনে নেওয়া কঠিন। আগামী মৌসুমে অনেক কিছুই বদলাতে হবে।’
হোসে মরিনহোর অধীনে মৌসুমের শুরু থেকেই সংগ্রাম করছিল ইউনাইটেড। একের পর এক ম্যাচ হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গিয়েছিল অনেক আগেই। এরপর মরিনহোর ছাঁটাইয়ের পর সুলশার দায়িত্ব নিলে প্রাণ ফিরে পায় ক্লাবটি। দেখতে থাকে শীর্ষ চারের স্বপ্ন। কিন্তু মাঝ পথে থেমে যায় তাদের স্বপ্নযাত্রা। গুরুত্বপূর্ণ মুহূর্তে পয়েন্ট হারিয়ে আবারও পথ হারায় তারা।
অথচ আগের দিন ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করেছে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী চেলসি। লিভারপুল ও ম্যানচেস্টার সিটির তো আগেই নিশ্চিত। চতুর্থ স্থানের জন্য এখন অপেক্ষা করছে টটেনহ্যাম হটস্পার্স ও আর্সেনাল। শেষ দিনে জানা যাবে এদের মধ্যে কে থাকছে শীর্ষ চারে। এমনকি লিগের নিষ্পত্তিও হবে শেষ দিনে।
Comments