আনারসে ভরপুর রাঙামাটি, যাচ্ছে জেলার বাইরেও
মৌসুম শুরু হতে না হতেই আনারসে ভরপুর হয়ে উঠছে পার্বত্য জেলা রাঙামাটির হাটবাজার। স্থানীয় চাহিদা পূরণ করে রসালো এসব আনারস যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এ বছর রাঙামাটি জেলায় ১৮শ’ হেক্টর ঢালু জমিতে আনারসের আবাদ হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে আনারসের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ৩৫০ মেট্রিক টন।
রাঙামাটি জেলায় হানিকুইন জাতের আনারস ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। সাধারণত মে থেকে জুন মাসের দিকে আনারসের মৌসুম শুরু হয়। তবে, দুই-তিন মাস আগে থেকেই রাঙামাটির বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে আনারস।
মৌসুম শুরুর আগেই আনারস বাজারে এনে বিক্রি করছেন চাষিরা। জেলার রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়িতে আনারসের উৎপাদন বেশী হয়ে থাকে। তবে সবচেয়ে বেশী আনারস চাষ করা হয় রাঙামাটি সদর ও নানিয়ারচরে।
এসব স্থানে উৎপাদিত আনারস ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে রাঙামাটি শহরের বনরূপা বাজারের সমতাঘাটে এনে বিক্রি করছেন চাষিরা। সেখানে আকারভেদে প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে ৫-১০ টাকা ও ১৫-২০ টাকায়।
Comments