ওয়েজ বোর্ড ঘোষণাসহ ৪ দফা দাবিতে সাংবাদিকদের কর্মসূচি
ঈদুল ফিতরের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশসহ চার দফা দাবি আদায়ে আগামী ১৫ মে সারাদেশে অবস্থান ধর্মঘট পালন করবেন সাংবাদিকরা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) এর সভাপতি মোল্লা জালাল বলেন, দেশের সাংবাদিকদের অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে বিএফইউজে সারাদেশে অবস্থান ধর্মঘট পালন করবে।
চার দফা দাবি
-- নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ
-- অনৈতিকভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া বন্ধ
-- নিয়মিত বেতন নিশ্চিত
-- অবিলম্বে গণমাধ্যম কর্মী আইন সংসদের মাধ্যমে বলবৎ
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সম্প্রতি যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন চলতি ওয়েজবোর্ড অনুযায়ী মালিকপক্ষকে তাদের বকেয়া পরিশোধ করতে হবে। সেই সঙ্গে গণমাধ্যম কর্মীদের চাকরিচুতির যে প্রক্রিয়া চলছে তা বন্ধ করতে হবে।
মোল্লা জালাল বলেন, দাবি পূরণ না হলে সাংবাদিকরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি দিতে বাধ্য হবে।
Comments