অনুশীলন ম্যাচের ফল দেখে ভয়ের কিছু নেই: হাবিবুল

ত্রিদেশীয় সিরিজে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড-এ দলের কাছেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছোট মাঠে বোলাররা মার খেয়েছেন, সেটা না হয় মানা গেল কিন্তু ব্যাটসম্যানরাও পারেননি রান তাড়া করতে। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করছেন ফলটা অপ্রত্যাশিত বটে কিন্তু অনুশীলন ম্যাচ বলেই নেই ভয়ের কারণ।
Shakib Al Hasan & Habibul Bashar
নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ত্রিদেশীয় সিরিজে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড-এ দলের কাছেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছোট মাঠে বোলাররা মার খেয়েছেন, সেটা না হয় মানা গেল কিন্তু ব্যাটসম্যানরাও পারেননি রান তাড়া করতে। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করছেন ফলটা অপ্রত্যাশিত বটে কিন্তু অনুশীলন ম্যাচ বলেই নেই ভয়ের কারণ।

রোববার আয়ারল্যান্ড উলভস নামে খেলা আইরিশ এ দলের বিপক্ষে ৮৮ রানে হারে বাংলাদেশ। আগে ব্যাট করে আইরিশরা তুলে ৩০৭ রান। জবাবে ২১৯ রানে গিয়েই থামতে হয় সাকিব আল হাসানদের। অধিনায়ক মাশরাফি মর্তুজাসহ বোলিং আক্রমণের প্রথম পছন্দের তিনজন খেলননি এই ম্যাচে।

যারা খেলেছেন আইরিশদের সহজে হারানোর সামর্থ্যই থাকার কথা তাদের। ফল পক্ষে না আসায় তাই নির্বাচক হাবিবুলের মনে অস্বস্তি আছে কিন্তু নেই ভয়, ‘অবশ্যই অপ্রত্যাশিত। (প্রস্তুতি ম্যাচে হার) কিন্তু এটা একটা অনুশীলন ম্যাচ ছিলো। সুতরাং এটা নিয়ে কথা বলার তেমন কিছু নেই। আমাদের জন্য কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। সেখানে আমরা কী করি, সেটাই দেখার বিষয়। বিশ্বকাপ সামনে রেখে, এই আসরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলন ম্যাচে দল অনেক কিছু চেষ্টা করে। যা সব সময় কাজ করে না। সেটাই হয়তো হয়েছে। কন্ডিশনটাও কঠিন ছিলো। ঠাণ্ডা ছিলো। ফলে মানিয়ে নিতে সমস্যা হয়েছে। তবে আমি নিশ্চিত মূল ম্যাচে আমাদের খেলা অন্য রকম হবে।’

‘অনুশীলন ম্যাচ বলেন বা ম্যাচ বলেন, ব্যাটসম্যানদের জন্য রানে থাকা জরুরি। অনুশীলন ম্যাচে রান না পাওয়াটা খুব বেশি ভয়ের কিছু না। ব্যাটসম্যানরা প্রত্যাশা মতো ব্যটিং করতে পারেনি। গতকাল দেখেছি, মূল ম্যাচের উইকেট অন্য রকম।  এটা নিয়ে এতো বেশি আলোচনা করার কিছু আছে বলে মনে করি না।’

সবাই খারাপ করলেও এই ম্যাচেও ব্যাটে বলে ঝলমলে ছিলেন সাকিব। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও রেখেছেন অবদান। রান তাড়ায় ৪৩ বলে করেন ৫৪ রান।

হাবিবুল জানালেন। চোট কাটিয়ে ফিরলেও দলের সেরা এই তারকার পারফরম্যান্স নিয়ে কখনই উদ্বেগের কিছু ছিল না,  ‘সাকিবকে নিয়ে তো কোনো দুশ্চিন্তাই নেই। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তার মানিয়ে নিতে সময় লাগে না। সাকিবের মতো খেলোয়াড়দের এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যেতে কিছু লাগে না। সে বড় ম্যাচের খেলোয়াড়, সময় মতো সে ভালো কিছু করবে।’

মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ।

 

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

5h ago